ছোট বেলা থেকেই শিশুকে শেখাতে হবে বিশেষ কিছু আচরণ
ছোট বেলা থেকেই শিশুকে শেখাতে হবে বিশেষ কিছু আচরণ
জন্মের পর থেকেই আচার ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হয় শিশুর ভবিষ্যৎ। ছোটবেলা থেকে সে কি ধরণের রীতি-নীতি শিখছে তার ওপর নির্ভর করে শিশুর মানসিকতার বিকাশ।
মা-বাবা যেমনই হোক, শিশু মনকে নৈতিক আদর্শের বলয়ে বড় করা গেলে সে একজন নীতিবান মানুষ হয়ে গড়ে উঠবেই। আর তাই নীতি ও আদর্শে সেরা মানুষ করে গড়তে শিশুকে শেখাতে হবে বিশেষ কিছু আচরণ।
* শিশু কারো কাছ থেকে কিছু নিলে তাকে ধন্যবাদ দেয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অন্যায় করলে সরি বলার মানসিকতাও থাকতে হবে। আত্মসম্মানবোধ সম্পন্ন শিশু সরি বলার ভয়ে অনেক সময় অন্যায় থেকে দূরে থাকে।
* বড়দের কথার মাঝে ছোটদের অংশগ্রহণের অভ্যাস একেবারেই রাখা যাবে না।* ছোটবেলা থেকেই কাউকে কটাক্ষ করার অভ্যাস বা আঘাত করে কথা বলার অভ্যাসকে ঘৃণার বলে জ্ঞান দিতে হবে।
* উদার মানসিকতা সৃষ্টির জন্য কাউকে কিছু দানের সময় ছোট্ট শিশুটির হাত দিয়ে করা উচিৎ। এতে সে দান করার ব্যাপারে উৎসাহিত হবে।
* বড়দের প্রতি সব সময় সম্মান রেখে কথা বলার অভ্যাস ছোটবেলা থেকেই চর্চার মধ্যে রাখতে হবে।
* বাড়িতে কেউ আসলে বা পরিচিত কারো সঙ্গে দেখা হলে কুশলাদি জিজ্ঞেস করার ব্যাপারটি শিশুকে ছোটবেলা থেকে বুঝিয়ে দিতে হবে।
* কখনো কারো ঘরের দরজা বন্ধ থাকলে কিংবা প্রবেশের আগে অনুমতি নেয়ার অভ্যাস ছোটবেলা থেকেই শিশুর মধ্যে গড়ে তুলতে হবে।
No comments