খুব সহজেই দূর করুন ত্বকের বালিরেখা - ALLINTOFACT

Breaking News

খুব সহজেই দূর করুন ত্বকের বালিরেখা

Remove the skin very easily

খুব সহজেই দূর করুন ত্বকের বালিরেখা


রূপচর্চার জন্য প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে নানা রকম ভেষজ উপাদান। বাদ যাচ্ছে না রান্নায় নিত্য ব্যবহার্য উপাদানও। যেমন- আলু আর রসুন। শুনতে একটু খটকা লাগলেও বলিরেখা দূর করে সুন্দর ত্বক পাওয়ার এ এক দারুণ হাতিয়ার! এছাড়াও দূর হবে ঘাড়-গলার কালো দাগসহ ব্রণ।

আলু দিয়ে রূপচর্চা


মুখ পরিষ্কার করার জন্য আলু বেটে নিন, তারপর ভালো করে মুখে মাখুন। ৪/৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে মুখ পরিস্কার ঝকঝকে হবে। কালো দাগ দূর করার জন্য আলু বাটা কিংবা আলুর রস নিন। সঙ্গে কাঁচা দুধ মেশাতে হবে। এই মিশ্রণ ঘাড়, গলা, কনুইয়ে লাগিয়ে রাখুন ১০ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারেই দাগ-ছোপ কমবে। আলু দারুণ ফেসমাস্ক ও স্ক্রাবার হিসেবে বেশ কার্যকর। করে শুষ্ক ও কালো ত্বকের জন্য আলু খুব উপকারী একটি উপাদান।

রসুন ‍দিয়ে রূপচর্চা


আধা চামচ কর্ণ ফ্লাওয়ার, আধা চামচ চন্দন গুঁড়োর সঙ্গে সামান্য লেবুর রস, তাজা রসুন বাটা ২ চা চামচ ও কাঁচা দুধ ২ চামচ মিশিয়ে ফেসমাস্ক তৈরি করুন। সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারেন। রসুনের ভিটামিন এ, সি ও ই-তে ব্রণের সমস্যা ও বলিরেখা দূর করবে। ত্বকের চামড়ার টানটান ভাব ধরে রেখে করবে মসৃণ। ব্রণের সমস্যায় সামান্য রসুন মুখের ব্রণে ঘষুন। ১০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। ব্রণের জীবাণু নাশক এই উপাদান খুবই কার্যকর।

No comments