যাকাতুল ফিতর
রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রোজাদারের জন্য যাকাতুল ফিতর আদায় অপরিহার্য করে দিয়েছেন,যা রোজাদার ব্যক্তিকে রোজা পালনাবস্থায় অনর্থক ও অশ্লীল কথা এবং কাজ থেকে পবিত্র করবে ও অভাবী মানুষের খাবার জোগান দেবে।
যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা আদায় করবে তা যাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে,
আর যে ব্যক্তি সালাতের পর আদায় করবে তা সাধারণ সাদকা বলে গণ্য হবে।
বক্ষ্যমাণ প্রবন্ধে যাকাতুল ফিতরের সবকটি দিক নিয়ে সংক্ষিপ্তাকারে আলোচনা করা হয়েছে।
No comments