Facebook's huge changes coming! - ALLINTOFACT

Breaking News

Facebook's huge changes coming!

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের লাইক বাটনে আসল পরিবর্তন। লাইক বাটনে যুক্ত হতে যাচ্ছে ছয়টি ‘ইমোজি’ অর্থাৎ ইমোকটিনস যা দিয়ে ভিন্ন ভিন্ন অনুভূতি বোঝানো যাবে। আর এই পরিবর্তনকে ফেসবুক আখ্যায়িত করেছে শুরুর পর সবচাইতে বড় পরিবর্তন হিসেবে।
ফেসবুকের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, ফেসবুকে ডিসলাইক বাটন চালু করার জন্য মার্ক জাকারবার্গকে অনেকেই অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ব্যবহারকারীদের অনুরোধে সাড়া না দিয়ে ভিন্ন ভাবে লাইক বাটন চালু করে ফেসবুক। শুরুতে আয়ারল্যান্ড ও স্পেনে চালু হয় এই ফেসবুক রিঅ্যাকশন। এরপর একে একে চিলি, ফিলিপাইন, পর্তুগাল, কলোম্বিয়া ও যুক্তরাষ্ট্রে এই সুবিধা চালু করা হয়েছিল। ওই দেশগুলোর পর অবশেষে নতুন এই বাটন সবার জন্য উন্মুক্ত করছে ফেসবুক।
Emoji,Faceboo, like,love,haha,hmm,wow

ফেসবুকের নতুন এই লাইক বাটনে ছয়টি ইমোজি রয়েছে। যা মানুষের বিভিন্ন অনুভূতি প্রকাশ করবে। এগুলো হলো রাগ, দুঃখ, বিস্ময় (ওয়াও), হাসি (হাহা), সম্মতিজ্ঞাপন (ইয়া) এবং ভালোবাসা। ফেসবুক জানিয়েছে, এই ছয়টি বাটন চালুর আগে ফেসবুক মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের সঙ্গে একত্রে কাজ করেছে। আর তাঁদের পরামর্শ মতেই এ ফেসবুক বাটনগুলো তৈরি করা হয়। যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী তাদের মনের অনুভূতি যথাযথভাবে প্রকাশ করতে পারবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ব্যবহারকারীরা নতুন এই ইমোজিযুক্ত ‘লাইক’ বাটন দেখতে পাবে। ফেসবুক তাদের নতুন এই ফিচারকে ‘অনুভূতি প্রকাশযোগ্য লাইক’ নামে অভিহিত করেছে।
পরীক্ষামূলকভাবে এই ‘অনুভূতি প্রকাশযোগ্য লাইক’ চালুর আগে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ তাঁর ফেসবুক ওয়ালে লিখেছিলেন, আজ আমরা পরীক্ষামূলকভাবে ‘অনুভূতি প্রকাশযোগ্য লাইক’ বাটন চালু করলাম। এই বাটনের সাহায্যে খুব সহজেই নিজেকে প্রকাশ করা যাবে।
অনেকদিন আগে থেকেই ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটন চালু করার জন্য প্রস্তাব দিয়ে আসছিল। আর সেটাকে একটু ভিন্নভাবে চালু করল ফেসবুক।

No comments