জানা আবার অজানাও হতে পারে !! - ALLINTOFACT

Breaking News

জানা আবার অজানাও হতে পারে !!

বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা।
কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। জানা-অজানা সেই সব তথ্যের অলইন্টোফেক্ট এর ভিন্ন রকম  উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্ঠা..

Knowing may be unknown আগাইন জেব্রা

 ১ জেব্রা

এবার জেনে রাখুন জেব্রাদের গায়ে যে কালো ডোরা কাটা দাগ থাকে তা দেখতে সবগুলির এক রকম মনে হলেও আসলে কিন্তু ওদের একজনের গায়ের দাগের সাথে অন্য জনের গায়ের দাগ মিলবেনা। আর এই দাগের পার্থক্যেই ওরা একজন আরেকজনকে আলাদা করে চিনতে পারে।

Knowing may be unknown আগাইন মশা

 ২) মশা

শুধু মাত্র স্ত্রী মশারাই রক্ত পান করে। অন্যদিকে পুরুষ মশাগুলি সবজি ভূক বা মধু পান করে।

Knowing may be unknown again ভাল্লুক

৩) ভাল্লুক 

ভালুককে খুব আয়েসী প্রাণী বলা চলে, হেলেধুলে হাঁটে আর অলসও খুব। কিন্তু অলস হলে কি হবে, প্রয়োজনের সময় ভালুক প্রতি ঘণ্টায় ৪৮ কিলোমিটার বা ৩০ মাইল গতিতে দৌড়াতে পারে।

No comments