এই শীতে চেহারা থেকে দুর করুন বয়সের ছাপ
এই শীতে চেহারা থেকে দুর করুন বয়সের ছাপ
শীতকালের আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে আমাদের পুরো শরীরেই এর প্রভাব দেখা দেয়। সবচেয়ে বেশী প্রভাব পড়ে আমাদের ত্বকে। এই সময়ে বাইরে প্রচুর ধুলোবালি থাকার কারণে ত্বকে অনেক ময়লা জমে এবং সঠিক উপায়ে যত্ন না নেয়ার কারণে ত্বকে দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা। এইসব সমস্যার মধ্যে একটি সমস্যা হল ত্বকের বলিরেখা সমস্যা বা বয়সের ছাপ, যা ত্বকে সঠিক যত্নের অভাবে দেখা দেয়। তাই এই সমস্যা থেকে নিজের ত্বককে সুরক্ষা দিতে আপনাদের জন্য দেয়া হল তিনটি সহজ টিপস।
১। আমণ্ড অয়েল ও দুধের সর একসাথে মিশিয়ে ত্বকে ৫ মিনিট ম্যাসেজ করুন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২। শীতে বাড়তি বলিরেখা হতে রেহাই পেতে মশুর ডাল বাটার সাথে মধু মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের মসৃণতা ও তারুণ্য ধরে রাখতে এই প্যাকটি খুব উপকারি।
৩। একটি ছোট কাপে দুধ নিয়ে তাতে সারারাত কিশমিশ ও কাজু বাদাম ভিজিয়ে রাখুন। পরের দিন তার সাথে মধু ও কর্ণফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। শসার রস দিয়ে মুখ মুছে ফেলুন। বয়সের ছাপ মুছে ফেলতে দারুণ কাজে দেবে।
No comments