রাস্তায় যানবাহন এ নামাজ আদায় - ALLINTOFACT

Breaking News

রাস্তায় যানবাহন এ নামাজ আদায়

Salat,janbahon,namaz,islamic



যানবাহনে নফল নামাজ

যানবাহনে নফল নামাজ আদায় করা বৈধ। এর জন্য কোনো ওযর থাকার প্রয়োজন নেই। হাদীসে এসেছে:
أن الرسول  كان يصلي النافلة على راحلته حيث توجهت به
‘নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর আরোহণের জন্তুর ওপর নফল নামাজ আদায় করতেন, যে দিকে তা যেত সেদিকেই পড়তেন।

যানবাহনে ফরজ নামাজ

যানবাহনে ফরজ নামাজ আদায় করা  জায়েয  যদি  নেমে গিয়ে নামাজ আদায়ের সুযোগ না থাকে  অথবা নেমে গিয়ে নামাজ আদায়ের সুযোগ থাকে কিন্তু ফিরে এসে পুনরায়  উঠা যাবে না বলে আশঙ্কা থাকে  অথবা যদি  শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
যানবাহনে ফরজ নামাজ আদায়ের কয়েকটি সুরত হতে পারে:
ক- নামাজী  কিবলামুখী হতে পারবে এবং রুকু-সিজদাও করতে পারবে, যেমন লঞ্চে থাকাবস্থায়। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই নামাজ আদায় করবে; কেননা এ অবস্থায় সে স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে সক্ষম।
খ – নামাজী  কিবলামুখী হতে পারবে তবে রুকু সিজদা করতে পারবে না, এমতাবস্থায় তাকবীরে তাহরীমার সময় কিবলামুখী হবে, এরপর বাহন যে দিকে যায় সে দিকে ফিরেই নামাজ পড়বে এবং রুকু ও সিজদার সময় ইশারা দেবে।

No comments